News71.com
 Bangladesh
 21 May 16, 09:27 PM
 510           
 0
 21 May 16, 09:27 PM

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে ঢাকা মেডিকেল কলেজে হত্যার হুমকি।।

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে ঢাকা মেডিকেল কলেজে হত্যার হুমকি।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেইজে এই ঘোষণা দেওয়া হয়।


পোস্টে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বরে ওয়ার্ডে গিয়ে শ্যামল কান্তিকে হত্যার নানা কৌশলও উল্লেখ করা হয়েছে।


সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন করা হয়। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান জাপা সাংসদ সেলিম ওসমান। এরপর গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে ঢামেকের মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। ঠিক সেদিন রাতেই শ্যামলকে হত্যার হুমকি দিয়ে পোস্টটি দেওয়া হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেইজে ভিজিটর পোস্টের স্থানে শ্যামলকে হত্যার হুমকির বিষয়টি অবগত করেন একজন ব্যক্তি।


এ বিষয়ে আজ সন্ধ্যায় ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, শ্যামল কান্তির নিরাপত্তায় ঢামেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে সালাউদ্দিনের ঘোড়া নামের ওই ফেসবুক পেইজের ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে গতকাল শুক্রবার দুপুর থেকেই শ্যামল কান্তিকে কয়েকস্তরের নিরাপত্তা দিচ্ছে শাহবাগ পুলিশ। ডাক্তার-নার্স ও পরিবারের হাতেগোনা কয়েকজন ছাড়া অপরিচিত কাউকেই ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


ঢামেকে শিক্ষক শ্যামলকে হত্যার হুমকির বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, শ্যামল কান্তিকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার-নার্সদের শনাক্ত করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এক কথায় আমরা সব সাইডে নজরদারি রাখছি। শ্যামল কান্তিকে ঢামেকে আনার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বর্তমানে তার ওয়ার্ডের বাইরে শাহবাগ থানার ৩ জন পুলিশ অবস্থান করছেন। ওয়ার্ডের অন্যান্য রোগীর লোকজনকে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাংবাদিকসহ অপরিচিত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন