News71.com
 Bangladesh
 29 May 16, 02:11 PM
 514           
 0
 29 May 16, 02:11 PM

সেনাপ্রধানের সঙ্গে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ ।।

সেনাপ্রধানের সঙ্গে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ ।।

নিউজ ডেস্কঃ চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ানের (Chang Yangquan ) নেতৃত্বে ৩৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সকালে সেনাবাহিনী সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও ২ দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তার আগে সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

চীনা প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ নৌ-বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন চীনা প্রতিনিধিদল। সফরকালে তারা বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।প্রতিনিধি দলটির আগামীকাল দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন