News71.com
 Bangladesh
 29 May 16, 02:31 PM
 500           
 0
 29 May 16, 02:31 PM

সাতক্ষীরায় রেণু পোনা সরবরাহে প্রতারণার অভিযোগ

সাতক্ষীরায় রেণু পোনা সরবরাহে প্রতারণার অভিযোগ

নিউজ ডেস্ক: সাতক্ষীরায় রেণু পোনা সরবরাহে প্রতারণার অভিযোগ উঠেছে হ্যাচারি মালিকদের বিরুদ্ধে।মালিকরা মানছেন না কোনো নীতিমালা। যে কারণে হ্যাচারি থেকে ঘেরে নেয়ার আগেই মরে যাচ্ছে বেশিরভাগ রেণু পোনা। এ অবস্থায় চিংড়ি চাষের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সাতক্ষীরার চাষিরা।

হোয়াইট গোল্ড বা সাদা সোনা হিসেবে খ্যাত চিংড়ি চাষের অন্যতম কেন্দ্র সাতক্ষীরা। দেশে ৯০ দশকের পর থেকে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকাজুড়ে বাণিজ্যিকভাবে শুরু হয় চিংড়ির চাষ। সাতক্ষীরা থেকে দেশের উৎপাদিত চিংড়ির প্রায় এক তৃতীয়াংশ আসে।

তবে সম্প্রতি কয়েক দফায় রেণু পোনা ছেড়েও আশানুরূপ চিংড়ির উৎপাদন হচ্ছে না। এ অবস্থায় রেণু সরবরাহে হ্যাচারিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন ঘের মালিকরা।

সাতক্ষীরা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আবুল কালাম বাবলা বলেছেন,‘ রেণুর গুণগত মান ভালো, তবে তাপমাত্রার পার্থক্যের কারণে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে’।

সাতক্ষীরা জেলায় প্রায় ৬৭ হাজার হেক্টর জমিতে ৫৪ হাজার ৯শ' ৮০টি ঘেরে চিংড়ির চাষ করা হয়েছে। আর এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ হাজার মেট্রিক টন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন