News71.com
 Bangladesh
 29 May 16, 02:55 PM
 430           
 0
 29 May 16, 02:55 PM

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ।।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা। গতকাল দুপুরে কাশিমপুর কারাগারে জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা সাক্ষাৎ করেন।

কারাগার সূত্র জানায়, মীর কাসেম আলীর স্ত্রী আয়েশা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, পুত্রবধূ সায়েদা ফাহমিদা আক্তার, মেয়ে সুমাইয়া রাবেয়া, তাহেরা তাসমিম, ভাগিনা ইমরান হোসেন কারাগারে গিয়ে জামায়াতের হাইপ্রোফাইলের এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। জানা গেছে, মীর কাসেমের স্বজনরা আধা ঘণ্টা কারাফটকে অবস্থান করেন। এ সময় তারা মীর কাসেম আলীর সঙ্গে মামলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড বহাল রয়েছে এই জামায়াত নেতার। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তিনি রিভিউ আবেদন করতে পারবেন। এই আবেদন খারিজ হয়ে গেলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া ফাঁসি কার্যকরের আর কোনো ধাপ বাকি থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন