News71.com
 Bangladesh
 30 May 20, 11:25 AM
 304           
 0
 30 May 20, 11:25 AM

স্থায়ী হলেন হাইকোর্টের অতিরিক্ত ১৮ জন বিচারপতি॥  

স্থায়ী হলেন হাইকোর্টের অতিরিক্ত ১৮ জন বিচারপতি॥   

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ২০১৮ সালের ৩০ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই ১৮ বিচারপতি । স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন হলেন বিচারপতি মো. আবু আহমাদ জমাদার, বিচারপতি মোস্তাফিজুর রহমান, বিচারপতি কামরুল ইসলাম মোল্লা, বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি এস এম আব্দুল মবিন, বিচারপতি খিজির হায়াত লিজু, বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমদ সোহেল, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি কে এম হাফিজুল আলম । সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি নিয়োগ দেন। দুই বছর পর তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন