News71.com
 Bangladesh
 25 Jun 20, 01:06 PM
 1075           
 0
 25 Jun 20, 01:06 PM

সাতক্ষীরায় ১১২ জনের করোনা পজিটিভ শনাক্ত॥

সাতক্ষীরায় ১১২ জনের করোনা পজিটিভ শনাক্ত॥

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে এখনো পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যগুলোর রিপোর্ট এখনো পাওয়া যায়নি।জেলায় এ পর্যন্ত সংগ্রহ করা ১৬৪৮ জনের নমুনা পাঠানো হয়েছে পিসিআর ল্যাবে। যারমধ্যে ১১৯৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১১২ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৭ জন সুস্থ হয়েছেন, ৬৫ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং ৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন।তবে, ২৩ জুন করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। ওইদিন রাতে তারা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান। তাদের নুমনা সংগ্রহ করা হয়েছে। করোনা প্রতিরোধে সাতক্ষীরায় ব্যাপক সাবধানতা নেয়া হয়েছে। এ পর্যন্ত করোনায় কোন রোগী মারা যায়নি বলে জানান সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।করোনা রোগীর জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭টি বেড ও ৭টি ক্যাবিন প্রস্তুত রয়েছে। তাছাড়াও সাধারণ সর্দি কাশি রোগীদের জন্য ২০টি বেডের একটি ওয়ার্ড আলাদা করা হয়েছে জানান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল উসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন