News71.com
 Bangladesh
 28 Jun 20, 09:33 PM
 1283           
 0
 28 Jun 20, 09:33 PM

ময়মনসিংহে বিকট শব্দে আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড়॥

ময়মনসিংহে বিকট শব্দে আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড়॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ধোবাউড়ায় আকস্মিক ভাবে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। প্রবল বেগে ঝোড়ো হাওয়ার কারণে লণ্ডভণ্ড হয়ে গেছে সীমান্ত এলাকার একটি বাজার। প্রবল ঘূর্ণিঝড়ে আশপাশের বেশ কয়েকটি বাড়ি-ঘরও ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে।শনিবার (২৭ জুন) বিকালে ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকা পুটিমারী বাজার ও ভেদীকুড়া গ্রামের উপর দিয়ে আকস্মিক এই ঘূর্ণিঝড় বয়ে যায়। যার কারণে ওই বাজারের ২৫টি দোকান ও ভেদীকুড়া গ্রামের অন্তত ১২টি ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে। ঘুর্ণিঝড়ের কারণে একটি গরুও মারা গিয়েছে। স্থানীয়রা জানায়, বিকাল ৫টার দিকে হঠাৎ বিকট শব্দ শুরু হয়। মাত্র ২ মিনিটের ব্যবধানে লণ্ডভণ্ড করে দেয় পুরো পুটিমারী বাজারটি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক বলেন, আমি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলাম। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন, আমরা ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করছি, যতটুকু সম্ভব সরকারিভাবে সহায়তা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন