News71.com
 Bangladesh
 26 Jul 20, 11:08 AM
 314           
 0
 26 Jul 20, 11:08 AM

নিষেধাজ্ঞা না মেনে বুয়েটে ছাত্রদলের কমিটি॥ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়

নিষেধাজ্ঞা না মেনে বুয়েটে ছাত্রদলের কমিটি॥ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও তা না মেনে কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বুয়েট প্রশাসন। শনিবার (২৫ জুলাই) বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্রকল্যাণ পরিদপ্তরের অনুমোদিত ক্লাব ব্যতিত ছাত্রদের অন্য কোন সংগঠনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ। উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে ছাত্রদের দাবি অনুসারে গত বছরের ১১ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নিজ ক্ষমতাবলে বুয়েটে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেন। এ অবস্থায় গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আইন অনুযায়ী শিক্ষার্থীদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে অংশ নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। যথাযথ নিয়ম অনুসরণ করে নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন