News71.com
 Bangladesh
 26 Jul 20, 11:12 AM
 345           
 0
 26 Jul 20, 11:12 AM

রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় বাড়াবে ইসি॥

রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় বাড়াবে ইসি॥

নিউজ ডেস্কঃ নভেল করোনা ভাইরাসজনিত মহামারির কারণে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে দলগুলোকে অতিরিক্ত সময় দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে একমাস সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধনের শর্ত মোতাবেক প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দলগুলোকে জমা দিতে হয়। কিন্তু এ বছর দলগুলোর তেমন সাড়া নেই। করোনা মহামারির কারণে এমনটি হতে পারে বিধায় দলগুলোকে হিসাব জমা দেওয়ার আরো এক মাস সময় দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রওশন আরা জানান, দু’টি দল ছাড়া আর কেউ সাড়া দেয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলগুলো থেকেও কেউ যোগাযোগ করেননি। যেহেতু এবার করোনা মহামারি চলছে, তাই সময় একমাসের মতো বাড়তে পারে। ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪১টি। সেই অনুযায়ী, ৩৯টি দল এখনো সাড়া দেয়নি। তারা সময় বাড়ানোর আবেদন বা হিসাব জমা দেওয়ার কোনোটাই করেনি। তবে এখনো আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় আছে। হিসাব জমা দেওয়ার শেষ সময় ৩১ জুলাই, সেদিন সরকারি ছুটি। আর ঈদের ছুটি ২ আগস্ট পর্যন্ত। তাই আইন অনুযায়ী, ৩ আগস্টও হিসাব জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে এখনো ছয়দিন সময় রয়েছে বলেও জানিয়েছেন রওশন আরা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে শেষ দিনে হিসাব জমা দিয়েছিল। আর বিএনপি জমা দিয়েছিল সময় শেষ হওয়ার দু’দিন আগে। তার আগের দুই বছর বড় দলগুলোর আবদেনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়েছিল ইসি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কেবল মাত্র জাতীয় পার্টি (জাপা) হিসাব জমা দিয়েছে। আর একটি দল সময় বাড়ানোর আবেদন করেছে। জাপার দেওয়া হিসাব অনুয়ায়ী, দলটির আয় গতবারের চেয়ে কমেছে। অন্যদিকে ব্যয়ও বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন