News71.com
 Bangladesh
 12 Aug 20, 10:44 AM
 942           
 0
 12 Aug 20, 10:44 AM

নীলফামারীতে ভুয়া ট্রাফিক সার্জেন্ট আটক॥  

নীলফামারীতে ভুয়া ট্রাফিক সার্জেন্ট আটক॥   

নিউজ ডেস্কঃ নীলফামারী শহরের মানিকের মোড় এলাকা থেকে পিয়াল (২৫) নামে ট্রাফিক পুলিশের এক ভুয়া সার্জেন্টকে আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা অপর তিনজন পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তাকে আটক করে। তিনি পৌর শহরের বাড়াইপাড়া এলাকার সফিকুল ইসলামের ছেলে । জানা যায়, পিয়াল নিজেকে নীলফামারীর ট্রাফিক সার্জন বরকত পরিচয় দিয়ে তিনটি মোটরসাইকেল আটক করে কাগজপত্র চায়। এরপর ছেড়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা দাবি করে। এর মধ্যে এক ব্যক্তি ঘটনাটি বুঝতে পেরে প্রকৃত ট্রাফিক সার্জন বরকতকে মোবাইলে ঘটনাটি জানায়। বিষয়টি জানা মাত্র প্রকৃত ট্রাফিক সার্জন বরকত নীলফামারী থানাকে অবগত করে। নীলফামারী থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে শহরের মানিক মোড়ে থানা পুলিশ অভিযান চালিয়ে পিয়ালকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা তিনজন পালিয়ে যায়। তাদেরও চিহ্নিত করে আটকের চেষ্টা করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন