News71.com
 Bangladesh
 12 Aug 20, 10:59 AM
 170           
 0
 12 Aug 20, 10:59 AM

অপারেশন ক্লিনহার্টের মাধ্যমেই বাংলাদেশে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড শুরু হয়॥টিআইবি

অপারেশন ক্লিনহার্টের মাধ্যমেই বাংলাদেশে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড শুরু হয়॥টিআইবি

নিউজ ডেস্কঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড শুরু হয় ২০০১ এর নির্বাচন পরবর্তী গঠিত বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ‘অপারেশন ক্লিনহার্টের’ মাধ্যমে। আজ বুধবার রাতে টিআইবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট ক্ষমতায় আসার পর ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত ‘অপারেশন ক্লিনহার্ট’ নামে যৌথবাহিনীর ওই অভিযান চালানো হয়েছিল।

ড. ইফতেখারুজ্জামান বলেন, মেজর সিনহার মর্মান্তিক বিচার বর্হিভূত হত্যার ঘটনা যেভাবে দেশবাসীকে আলোড়িত করেছে, উৎকণ্ঠা সৃষ্টি করেছে, পাশপাশি সরকার তথা রাষ্ট্রকে তোলপাড় করে দিয়েছে, সেই হিসেবে বলাই যায়, মেজর সিনহা তার পরিবার ও দেশবাসী একটি ন্যায় বিচার হয়তো পাবে।তিনি বলেন, এই ন্যায়বিচারটি যদি হয়, যেটি হচ্ছে, সেটি আশা করা যায়। তবে বিচার বর্হিভূত হত্যা অগ্রহণযোগ্য, সে কারণে যতটুকু, তার চেয়ে বেশি এই হত্যার শিকার যে ব্যক্তি তার অবস্থান ও পরিচয়ের কারণে বিচার কার‌্যক্রমটি হচ্ছে। এর সঙ্গে সম্পৃক্ত যে প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থানের কারণে কার্যক্রমটি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন