News71.com
 Bangladesh
 19 Sep 20, 09:04 PM
 801           
 0
 19 Sep 20, 09:04 PM

বরিশালে রিকশা-ভ্যান শ্রমিকদের বিক্ষোভ।।

বরিশালে রিকশা-ভ্যান শ্রমিকদের বিক্ষোভ।।

নিউজ ডেস্কঃ রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি চালকদের লাইসেন্স নবায়ন ফি বকেয়া মওকুফ করে হালনাগাদ করা ও সুদমুক্ত নবায়ন সহ ৭ দফা দাবি নিয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরের সদর রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে সংগঠনের মো. জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা অ্যাডভোকেট একে আজাদ, আখতার হোসেন শ্যামল দত্ত, তুষার সেন ও অপূর্ব গৌতম প্রমুখ। এসময় বক্তব্যে বলা হয়, বরিশাল নগরীর সকল জরাজীর্ণ রাস্তাঘাট মেরামত করা সহ প্রতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি ভাড়া ও যাত্রী ভাড়া নির্ধারণের পাশাপাশি শ্রমিকদেরও ৭ দফা দাবি মানতে হবে। মানবন্ধন শেষে নগরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন