News71.com
 Bangladesh
 19 Sep 20, 09:04 PM
 747           
 0
 19 Sep 20, 09:04 PM

এক রাতে ৫ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও।।

এক রাতে ৫ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে এক রাতেই পাঁচটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। একইসঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়। এর আগে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) এক রাতে রেকর্ড সাতটি বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। এ বিষয়ে মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধ্যার আগে রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী (১৩), সন্ধ্যায় পৌরসভার সোহাগপুর গোহাটা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী (১৩) ও দৌলতপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী (১৪), রাতে ক্ষিদ্রগোপরেখী গ্রামে একাদশ শ্রেণির ছাত্রী (১৭) এবং সবশেষে ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ধুকুরিয়া বেড়া গ্রামে দশম শ্রেণির ছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করা হয়। পাঁচটি বাল্যবিয়েতেই কনে ছিল অপ্রাপ্তবয়স্ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন