News71.com
 Bangladesh
 21 Sep 20, 12:45 PM
 708           
 0
 21 Sep 20, 12:45 PM

কুমিল্লায় করোনায় ২০ দিনে ১৮ জনের মৃত্যু॥

কুমিল্লায় করোনায় ২০ দিনে ১৮ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ কুমিল্লায় কোডিভ-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্য কমে সুস্থতার হার বৃদ্ধি পেলেও মৃত্যু কমেনি। প্রায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হচ্ছে।সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী জেলায় করোনায় মৃত্যুর ৬০ শতাংশ সিটি কর্পোরেশেন এলাকাতে।চলতি মাসের ২০ দিনে জেলায় করোনায় মোট মৃত্যু ১৮ জন। তারমধ্যে সিটি কর্পোরেশনে গত ২৪ ঘণ্টায় আরও দুজনসহ মোট মৃত্যু ১১ জন এবং ৭ জনের মধ্যে নাঙ্গলকোটে ৩, মুরাদনগরে ২, আদর্শ সদরে একজন, বরুড়া উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে করোনায় জেলায় মোট মৃত্যু ১৯৭ জন।জেলায় করোনায় নতুন করে আক্রান্ত ১৭ জনের মধ্যে সিটি কর্পোরেশনে চলতি মাসের সর্বনিম্ন একজনসহ চান্দিনায় ৪, বুড়িচংয়ে ৩, দেবিদ্বারে ৩ জন, লাকসামে ২, বরুড়ায় ২, মুরাদনগরে একজন এবং হোমনা উপজেলায় একজন আক্রান্ত হন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১৩ জন।একদিনে জেলায় সুস্থ ১৯ জনসহ মোট সুস্থ ৫ হাজার ৯৮১ জন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৮২৯ জনের। এরমধ্যে ৩৪ হাজার ৯৮ জনের প্রাপ্ত রিপোর্টে মোট পজেটিভ ৭ হাজার ৩১৩ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন