News71.com
 Bangladesh
 21 Sep 20, 09:29 PM
 235           
 0
 21 Sep 20, 09:29 PM

বাঁধ নির্মাণের দাবিতে যমুনার পাড়ে দুই বৃদ্ধের অনশন॥

বাঁধ নির্মাণের দাবিতে যমুনার পাড়ে দুই বৃদ্ধের অনশন॥

নিউজ ডেস্কঃ যমুনা নদীর কবল থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষায় স্থায়ী তীর সংরক্ষন বাঁধ নির্মাণের দাবিতে তপ্ত রোদ ও বৃষ্টির মধ্যে দুই বৃদ্ধ নদীপাড়ে অনশন শুরু করেছেন। শুক্রবার থেকে ওই দুই বৃদ্ধ এনায়েতপুর থানার ঘাটাবাড়ী এলাকায় নদীর তীরে পাটি বিছিয়ে খালি গায়ে অনশন করছেন। তারা বলছেন, বাঁধ নির্মাণের আশ্বাস না পেলে তারা অনশন ভাঙনবেন না। দুই বৃদ্ধের অনশনে সহমত প্রকাশ করেছেন ভাঙন কবলিত শতশত মানুষ। অনশনকারী বয়োবৃদ্ধ ইয়াসিন প্রামানিক জানান, ৮০ বছরের জীবনে সাতবার নদী ভাঙনের শিকার হয়েছি। ভাঙতে ভাঙতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। শেষ জীবনে শুধু ভিটাটাই রয়েছে। সেই ভিটাই যদি বিলীন হয়ে যায় তাহলে বেঁচে থেকে কি হবে? পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বাঁধ নির্মাণ কাজ শুরু বা সঠিক আশ্বাস না দিলে অনশন ভাঙবো না।

আরেক বয়োবৃদ্ধ রহম আলী মোল্লা জানান, কয়েকদিন আগে নদী ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে রেখেছি। শূন্য ভিটা পড়ে আছে। ভিটামাটির মায়ায় আমার কলিজা ছিড়ে যাচ্ছে। নদীতে সব বিলীন হচ্ছে-কেউ আমাদের দুঃখ দেখছে না। দেশের বহু জায়গায় বাঁধ নির্মাণ হচ্ছে কিন্তু পাউবো’র সিনিয়র সচিব কবির বিন আনোয়ার নিজ জেলার সন্তান হয়েও আমাদের এলাকা রক্ষায় কোন ভূমিকা নিচ্ছে না। এর আগে মন্ত্রী, এমপি ও সচিব সাহেব ভাঙন পরিদর্শনে এসে দ্রুত বাঁধ করে দেবার আশ্বাস দিয়েছিল। কিন্তু বাধ নির্মাণে ব্যবস্থা নেয়নি। শুধু কিছু জিও ব্যাগ ফেলেছে। তাতে কোন কাজই হচ্ছে না। এ অবস্থায় সুখবর না পেলে নদীর পাড়ে নিজ বসত ভিটাতেই পড়ে থাকবো। তাতে বাঁচি আর মরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন