News71.com
 Bangladesh
 15 Oct 20, 10:32 AM
 256           
 0
 15 Oct 20, 10:32 AM

ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করায় প্রকৌশলী বরখাস্ত॥

ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করায় প্রকৌশলী বরখাস্ত॥

নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর এস এম লুৎফর রানাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।সরকারি চাকরিজীবী হয়েও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে একজন প্রার্থীর পোলিং এজেন্ট হওয়া, কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ ও জাল ভোট প্রদানের প্রচেষ্টার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে নির্বাচনের দিনেই লিখিত অভিযোগ দাখিল করেছেন ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমীন। এরপর বুধবার (১৪অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে।গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয় চরভদ্রাসনের এ উপ-নির্বাচন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমীন।নির্বাচন শেষে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে বলেন, নির্বাচনের দিনে চর অযোদ্ধা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দোতলায় বুথের সামনে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে দেখা যায়। তিনি জাল ভোট দিচ্ছেন এমন সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জানা যায় তিনি একজন পোলিং এজেন্ট। তখন নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে তাকে হেফাজতে নেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন