News71.com
 Bangladesh
 01 Dec 20, 11:14 PM
 262           
 0
 01 Dec 20, 11:14 PM

স্বীকার করতে দ্বিধা নেই, দেশের সড়ক ততটা নিরাপদ হয়নি॥ ওবায়দুল কাদের

স্বীকার করতে দ্বিধা নেই, দেশের সড়ক ততটা নিরাপদ হয়নি॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দেশে সড়ক ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই যে সড়ক ততটা নিরাপদ হয়নি। এটা শুধু যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ নয়। এতে আরও অনেক সংস্থা রয়েছে। সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের সচেতনতা। নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২৭ বছর পূর্তিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাই নিসচা আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, বুয়েটের অধ্যাপক সামছুল হক, বিআরটিএ’র চেয়ারম্যান প্রমুখ। বৈঠকের প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন আধুনিক সড়ক ব্যবস্থাপনার অংশ হিসেবে উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও চালু করা হয়েছে রোড সেফটি অডিট। এ পর্যন্ত সড়ক অধিদফতরের আওতাধীন প্রায় ৫০০ কিলোমিটার মহাসড়কে রোড সেফটি অডিট পরিচালনা করা হয়েছে। বর্তমানে তিনশ কিলোমিটারে অডিট কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন গত এক যুগে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার মহাসড়ক ৪ বা তারও বেশি লেনে উন্নীত করা হয়েছে। গাড়িচালক বিশেষ করে ট্রাক চালকদের জন্য প্রাথমিক পর্যায়ে নির্মাণ করা হচ্ছে ৪টি বিশ্রামাগার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন