Bangladesh
 08 Jan 21, 10:55 AM
 110             0

ধর্মপাশায় জলমহাল নি‌য়ে দুই প‌ক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

ধর্মপাশায় জলমহাল নি‌য়ে দুই প‌ক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিউজ ডেস্কঃ স‌ুনামগ‌ঞ্জের ধর্মপাশা উজেলায় জলমহাল দখল নি‌য়ে দুই প‌ক্ষের সংঘ‌র্ষে এক জন নিহত ও ১০জন আহত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৭ জানুয়ারি) রাতে সোনই নদী জলমহাল এলাকায় এ সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে ব‌লে জানিয়েছে অতিরিক্ত পু‌লিশ সুপার হায়াত উন নবী সায়েম। নিহত শ্যাম চরণ বর্মণ (৬০) সোনই গ্রা‌মের বা‌সিন্ধা। তাৎক্ষ‌ণিকভা‌বে আহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, উপ‌জেলার সোনই নদী জলমহাল  সোনই মৎসজীবী স‌মি‌তি উপ‌জেলা প্রশাসন থে‌কে ইজারা আ‌নে। প‌রে সোনই মৎসজীবী স‌মি‌তি লোকজন দুইভা‌গে বিভক্ত হ‌য়ে প‌ড়ে। জলমহল দখল নি‌য়ে দুই প‌ক্ষ বি‌রো‌ধে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। বিরো‌ধের জের ধ‌রে রা‌তে দুই প‌ক্ষের লোকজন দেশীয় অস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ায়। সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লেই শ্যাম চরণ বর্ম‌ণের মৃত্যু হয়। আহত হয় আরও ১০জন। প‌রে খবর পে‌য়ে ধর্মপাশা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লেই গি‌য়ে পরি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে আনে। নিহত শ্যাম চরণ বর্মণ পেশায় মৎজীবী। ত‌বে তি‌নি কোন প‌ক্ষের জানা যায়‌নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন