News71.com
 Bangladesh
 13 Jan 21, 10:37 PM
 678           
 0
 13 Jan 21, 10:37 PM

রাতের আঁধারে ক্যাম্পাস ছাড়লেন হাবিপ্রবি ভিসি

রাতের আঁধারে ক্যাম্পাস ছাড়লেন হাবিপ্রবি ভিসি

নিউজ ডেস্কঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম মেয়াদ শেষ হওয়ার ১৮ দিন আগেই স্ত্রীর অসুস্থতার কথা বলে গোপনে কাউকে কিছু না জানিয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতের আঁধারে ক্যাম্পাস ত্যাগ করে চলে গেছেন। তাঁর এই চলে যাওয়াটাকে শিক্ষক ছাত্ররা পালিয়ে যাওয়া বলছেন। যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব দিয়ে নোট দিয়ে গেছেন।

উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম মেয়াদ রয়েছে আর মাত্র ১৮ দিন। মেয়াদ পূর্তির এই শেষ সময়ে আবারো উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বৈরি আচরণ, ক্লাশ-পরীক্ষা চালুসহ বিভিন্ন দাবী নিয়ে মঙ্গলবার ভাইস চ্যান্সেলরের বাসভবনের ভিতরে দিনভর অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র। পরিস্থিতি নিয়ন্ত্রনে ভাইস চ্যান্সেলরের বাসভবনে অবস্থান নেয় পুলিশ ও সিভিল প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন