News71.com
 Bangladesh
 24 Jan 21, 06:40 PM
 156           
 0
 24 Jan 21, 06:40 PM

আইইইই এর ফেলো নির্বাচিত হলেন বাংলাদেশি বিজ্ঞানী ড. অচিন্ত্য।।

আইইইই এর ফেলো নির্বাচিত হলেন বাংলাদেশি বিজ্ঞানী ড. অচিন্ত্য।।

নিউজ ডেস্কঃ প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ করা বিশ্বের বৃহত্তম প্রযুক্তিগত পেশাদার সংস্থা ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স’র (আইইইই) এর ফেলো নির্বাচিত হয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত অধ্যাপক ড. অচিন্ত্য ভৌমিক।

আইইইই পরিচালনা পর্ষদ প্রযুক্তিগত খাতের অসাধারণ সাফল্য অর্জনকারীদের মাঝে একটি নির্বাচিত গ্রুপকে প্রতি বছর ফেলো সম্মাননা প্রদান করে থাকে। যা আইইইই সদস্যদের মাঝে সর্বোচ্চ সম্মাননা প্রাপ্তির হার বার্ষিক ০.১ শতাংশেরও কম। এটি প্রযুক্তি সম্প্রদায় দ্বারা একটি মর্যাদাপূর্ণ সম্মান এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অর্জন হিসাবে স্বীকৃত।

অচিন্ত্য ভৌমিক ১৯৯০ সালে রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অর্জন করেন। এরপর ভারতের কানপুরে আইআইটি থেকে শতভাগ বৃত্তিতে টেকনোলজিতে স্নাতক করেন তিনি। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবার্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন