News71.com
 Bangladesh
 23 Aug 21, 06:16 PM
 169           
 0
 23 Aug 21, 06:16 PM

আমরা সবাই বরিশালের ভালো চাই॥ বিএমপি কমিশনার

আমরা সবাই বরিশালের ভালো চাই॥ বিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ গেল কয়েকদিনের থমথমে পরিস্থিতি কাটিয়ে অনেকটাই স্বাভাবিক বরিশাল। প্রশাসনিক ও রাজনৈতিক দ্বন্ধ ইতোমধ্যে পৌঁছেছে সমঝোতার টেবিলে। নগরাবাসীও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান হওয়ার বিষয়ে আশাবাদী। পাশাপাশি এ সমাধানে নগরবাসী খুশি হওয়ার কথাই বলেছেন। সুশীল সমাজের নাগরিকদের মতে, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, যাতে শহরের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। এদিকে আলোচনা হলেও মামলা প্রত্যাহারে প্রক্রিয়া সময় সাপেক্ষ ব্যাপার বলে জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। তিনি বলেন, আলোচনায় মামলার বিষয়ে কথা হয়েছে। সেখানে তাদের দায়েরকৃত দু’টি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে নেবেন। সেক্ষেত্রে আইনগত কিছু ব্যাপার রয়েছে, সেটা করতে কিছুদিন হয়তো সময় লাগবে।

এদিকে আলোচনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সমাজে নানা ধরনের ঘটনা ঘটে। সেগুলোর সামাজিক, আইনগত বা অন্য যে সমস্ত সুষ্ঠু সমাধানের পথ আছে, সেখান থেকে সব সমাধানই খুঁজে পাওয়া যাবে। আমরা যারা আলোচনা করেছিলাম, তারা সবাই একমত হয়েছি যে- আমরা সবাই বরিশালের ভালো চাই, বরিশালে সুন্দর আইন-শৃঙ্খলা চাই, বরিশালের সুন্দর উন্নয়ন চাই। যাতে সামনের দিনগুলোতে আমরা সবাই আইন-শৃঙ্খলাকে সমুন্নত রাখতে পারি, পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে পারি সে রকমই একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন