News71.com
 Bangladesh
 29 Aug 21, 10:47 PM
 275           
 0
 29 Aug 21, 10:47 PM

ভারতের নাগপুরে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদের মৃত্যু॥

ভারতের নাগপুরে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ভারতে চিকিৎসাধীন অবস্থাতেই মারা গেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম । আজ সকালে তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষনিকভাবে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ । কিন্ত শত চেষ্টা করেও তার জীবন বাঁচানো গেল না। আজ রাতে হাসপাতালে চিকিত্সাধীন তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন।

উল্লেখ্য গত ২৭ আগস্ট মাস্কাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে এর পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। পরবর্তীতে বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষ ব্যবস্থায় বিমানটি যাত্রী সহ ঢাকায় নিয়ে আসা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন