News71.com
 Bangladesh
 17 Sep 21, 12:42 PM
 683           
 0
 17 Sep 21, 12:42 PM

রংপুরসহ দেশের তিন বিভাগে ভারী বর্ষণের আভাস॥  

রংপুরসহ দেশের তিন বিভাগে ভারী বর্ষণের আভাস॥   

নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ুর সক্রিয়তায় ও লঘুচাপের প্রভাবে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের আভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, বর্তমান অবস্থায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন