News71.com
 Bangladesh
 17 Sep 21, 12:43 PM
 75           
 0
 17 Sep 21, 12:43 PM

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু॥

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের মেনালিসা (২৫) করোনায় মৃত্যুবরণ করেছেন। আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকার শাহাদত হোসাইন (২৮), নেত্রকোনা সদরের রবি চন্দ্র (৬৫), আরোজ আলি (৮০), গাজীপুর শ্রীপুরের রুবাইয়া (২৯) ও টাঙ্গাইল ঘাটাইলের আব্দুল খালেক (৬০)। ডা. মুন জানান, বর্তমানে আইসিইউতে আটজনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন মোট ৯২ জন। নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩২৩টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন