News71.com
 Bangladesh
 22 Sep 21, 05:38 PM
 149           
 0
 22 Sep 21, 05:38 PM

বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদনে দায়িত্ব পেল চীনা প্রতিষ্ঠান॥  

বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদনে দায়িত্ব পেল চীনা প্রতিষ্ঠান॥   

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বড়পুকুরিয়ায় খনি থেকে কয়লা উৎপাদনের জন্য চীনা প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামকে অনুমোদন দেওয়া হয়েছে। ছয় বছরের জন্য এক হাজার ৪৯ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮২ টাকায় প্রতিষ্ঠানটিকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দু’টি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য ১২টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় সংক্রান্ত কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৪টি, বিদ্যুৎ বিভাগের ৩টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি এবং খাদ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। তবে পারচেজ কমিটির সভায় অনুমোদিত হয় ১১টি প্রস্তাব। মোট অর্থের পরিমাণ ৩ হাজার ৭২৫ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন