News71.com
 Bangladesh
 22 Sep 21, 05:39 PM
 166           
 0
 22 Sep 21, 05:39 PM

রূপপুরে রিয়্যাক্টর স্থাপন॥ আইএইএকে জানালেন বিজ্ঞানমন্ত্রী

রূপপুরে রিয়্যাক্টর স্থাপন॥ আইএইএকে জানালেন বিজ্ঞানমন্ত্রী

নিউজ ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর ভৌত কাঠামোর ভেতরে গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লিপাত্র স্থাপনের কাজ। আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির (আইএইএ) ৬৫তম সাধারণ সম্মেলনে বিষয়টি জানালেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সারাবিশ্বে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে ওয়াচ ডগের ভূমিকা পালন করে জাতিসংঘ সংস্থা আইএইএ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইএইএ'র এই সম্মেলন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) সংস্থাটির সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, চলতি মাসের ১৪ সেপ্টেম্বর থেকে রূপপুরে প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশন শুরু করেছে প্রকৌশলীরা। আশা করা হচ্ছে, ২০২৩ সালে প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে। স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বাংলাদেশ আইএইএ’র প্রযুক্তিগত সব লক্ষ্যমাত্রা অনুসরণ করছে। এছাড়া ২০২৩ সালে প্রথম ইউনিটের ফুয়েল লোডের (জ্বালানি ভরা সংক্রান্ত) আগেই গুরুত্বপূর্ণ পাঁচটি মিশনের সম্মুখীন হতে প্রস্তুতি নিচ্ছে। রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে বাংলাদেশ ওতপ্রোতভাবে আইএইএ’র সঙ্গে কাজ করছে বলে জানান মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন