News71.com
 Bangladesh
 13 Oct 21, 12:00 AM
 207           
 0
 13 Oct 21, 12:00 AM

উত্তরে শিগগিরই অত্যাধুনিক শ্মশানঘাট॥  

উত্তরে শিগগিরই অত্যাধুনিক শ্মশানঘাট॥   

নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের মরদেহ সৎকার/অন্তেষ্টিক্রিয়া সম্পন্নের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোনো শ্মশানঘাট নেই। উত্তর সিটি করপোরেশনে হিন্দু ধর্মের কারও মৃত্যু হলে তার মরদেহ সৎকারের জন্য যেতে হয় দক্ষিণ সিটি করপোরেশনের শ্মশানঘাটে। তবে উত্তরের হিন্দু ধর্মাবলম্বীদের এই কষ্ট অনেকটা লাঘব হতে চলেছে। খুব শিগগিরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা মিরপুরে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক শ্মশানঘাট। এ বছরেই এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। সোমবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজার উদ্বোধন অনুষ্ঠানে এই সুখবরটি শোনালেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি যখন ২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পেলাম, তখন আমার কাছে প্রথম যে ফাইলটি আসে, সেটি ছিলো এই শ্মশানঘাটের আবেদন। তারা সেখানে উল্লেখ করেছিলো- মরদেহ সৎকার করতে হলেই দক্ষিণে যেতে হয়। উত্তরে কোনো শ্মশানঘাট নেই। তিনি বলেন, সুখবর হচ্ছে, গাবতলী বেড়িবাঁধের পাশে হরিরামপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মরদেহ সৎকারের জন্য অত্যাধুনিক শ্মশানঘাট নির্মাণের কাজ চলছে।

ইতোমধ্যেই এর ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। ভৎস করার জন্য যে সরঞ্জাম প্রযোজন তা আমরা ইউরোপ থেকে আনছি। কিন্তু করোনা পরিস্থিতির জন্য আমাদের একটু দেরি হচ্ছে। আশাকরি, এ বছরেই এই শ্মশানঘাটের কাজ শেষ হয়ে যাবে। সুতরাং অন্য কোথাও গিয়ে আপনাদের আর মরদেহ সৎকার করতে হবে না। মিরপুরের পুরোনো শ্মাশনঘাটটি এখন অত্যাধুনিক একটি শ্মশানঘাটে আমরা নির্মাণ করে ফেলেছি। পূজা মণ্ডপে দর্শনার্থীদের উদ্দেশ্যে মেয়র আতিক বলেন, আপনারা সুন্দর করে সেজেগুজে এসেছেন। সবাইকে দেখছি, খুব ভালো লাগছে। কিন্তু, দয়া করে আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন। কারণ, এই মাক্স আপনার সুরক্ষা সবার৷ আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে। এই করোনা আমাদের মাঝখান থেকে অনেক প্রিয়জনকে কেড়ে নিয়েছে। আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেভাবে করোনার মোকাবিলা করেছি, আশা করছি সবার সহযোগিতায় এই করোনা ভাইরাসকে দূর করতে পারব ইনশাআল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন