News71.com
 Bangladesh
 17 Oct 21, 11:47 PM
 28           
 0
 17 Oct 21, 11:47 PM

কুমিল্লার ঘটনায় বিএনপি-জামায়াত ও দোসররা জড়িত॥ তথ্য ও সম্প্রচারমন্ত্রী

কুমিল্লার ঘটনায় বিএনপি-জামায়াত ও দোসররা জড়িত॥ তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকারকে বেকায়দায় ফেলতে এবং সাম্প্রদায়িকতা নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার স্বার্থে বিএনপি-জামায়াত ও তাদের দোসর সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, সেটা আবার ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এগুলো কী উদ্দেশ্যে করা হয়েছে? উদ্দেশ্য খুবই স্পষ্ট। দেশের শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল আছে, দেশ করোনা মহামারির মধ্যেও এগিয়ে যাচ্ছে, মহামারিও নিয়ন্ত্রণে এসেছে। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের কাছাকাছি তারা পৌঁছাতে পারেনি। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

সরকার দেশের নানা সমস্যাকে পাশ কাটানোর জন্য এ কর্মকাণ্ড ঘটিয়েছে এবং বিরোধী বা অন্য দলের ওপর দোষ চাপাচ্ছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরও অনেকেই এমন কথা বলেছেন। তাদের কাছে জানতে চাই, দেশে আর কী কী বড় সমস্যা আছে? করোনা নিয়েতো অনেক কথা বলেছেন। করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে। শনিবার সংক্রমণের হার ছিল দুই শতাংশের নিচে। টিকাও ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে দেওয়া হয়েছে। স্কুল-কলেজও খুলে গেছে। অথচ করোনা এবং টিকা নিয়েও অনেক সমালোচনা হয়েছে। তিনি বলেন, সরকার সবসময় চায় দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। দেশের অগ্রগতির জন্য যে কোন সরকার, এটা যদি বিএনপিও ক্ষমতায় থাকে, তাদেরও চাওয়ার কথা। অবশ্য বিএনপি কী চায় তা জানি না। তারা ক্ষমতায় থাকাকালে অনেক কিছুই করেছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন