News71.com
 Bangladesh
 17 Nov 21, 11:45 AM
 412           
 0
 17 Nov 21, 11:45 AM

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত॥

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত॥

নিউজ ডেস্কঃ সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জলদস্যুদের গুলিতে মো. মুসা মিয়া নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত নয়টার দিকে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন।নিহত জেলে মো. মুসা উপজেলার চরলাঠিমারা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. বাবুল ফকিরের মালিকানা এফবি বাবুল ট্রলারের ১২জন জেলে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিল। রাত নয়টার দিকে হঠাৎ জেলে বহরে ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র জলদস্যু বাহিনী হামলা করে। এ সময় ওই ট্রলারে থাকা মাছ রসদসহ সবকিছু লুটে নিয়ে যায়। পরে ১২ জেলেকে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে গুলি ছোড়ে। এ সময় মুসা মিয়া নামে এক জেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে টনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে জলদস্যু বাহিনী দ্রুত ট্রলার চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন