News71.com
 Bangladesh
 25 Nov 21, 11:41 AM
 242           
 0
 25 Nov 21, 11:41 AM

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজশাহী॥

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজশাহী॥

নিউজ ডেস্কঃ কুয়াশার চাদরে মুড়ি দিয়েছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। ভোরে সূর্যোদয় হলেও আড়মোড়া ভেঙে এখনও সজীব হয়ে উঠতে পারছে না সবুজ-শ্যামল প্রকৃতি। হেমন্তের স্নিগ্ধ সকালে হাতছানি দিচ্ছে শীতের পরশ। রাজশাহীতে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২৮ মিনিটে। তবে ঘড়ির কাঁটায় যখন সকাল সাড়ে ৮টা- তখনও সূর্যের মুখ দেখা যায়নি।আর ভোরের দিকে ঘন কুয়াশার আস্তরণ যেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ছিল আজ। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া কাঁটা দিচ্ছিল শীতার্ত শরীরে। যতই দিন যাচ্ছে- তাপমাত্রার পারদ ততই নিচে নামছে। বলা হচ্ছে এই ঘন কুয়াশা কেটে গেলে বৃষ্টি ঝরবে। কামড় বসাবে শীত। বাড়বে জনদুর্ভোগ। আপাতত: এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

এদিকে, ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিদে আজও কাক ডাকা বের হয়েছেন শ্রমজীবী মানুষ। তবে ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। তাই মহাসড়কের দূরপাল্লার যানবাহন চলছে ধীরগতিতে। কুয়াশার কারণে বর্তমান সড়কপথে দৃষ্টিসীমা ১০০ মিটারের নিচে নেমে এসেছে। এর কারণে সড়কের যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। ঘন কুয়াশার জন্য দুর্ঘটনা এড়াতে গতি কমেছে ট্রেনেরও। ফলে পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃনগরসহ বিভিন্ন রুটের ট্রেনের শিডিউল ভাঙতে শুরু করেছে এরই মধ্যে। বিলম্বে চলার কারণে সময় অপচয় হচ্ছে রেলপথ যাত্রীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন