News71.com
 Bangladesh
 27 Nov 21, 10:31 PM
 185           
 0
 27 Nov 21, 10:31 PM

ভারতীয় জাল রূপি পাকিস্তানে তৈরি হয়ে বাংলাদেশ হয়ে যায় ভারতে॥ডিসি গুলশান

ভারতীয় জাল রূপি পাকিস্তানে তৈরি হয়ে বাংলাদেশ হয়ে যায় ভারতে॥ডিসি গুলশান

নিউজ ডেস্কঃ জাল রুপি তৈরি হয় পাকিস্তানে, গন্তব্য ভারত। আর দীর্ঘদিন ধরে একটি চক্রের হাত ধরে এই রুপি পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান থেকে মার্বেল পাথরের কনটেইনারে করে চট্টগ্রামে আসে জাল রুপি। এরপর ঢাকায় এনে মজুদ করা হয়। তারপর সুবিধামতো সময়ে সীমান্ত এলাকা দিয়ে পাচার করা হতো ভারতে। রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ কোটি ৩৫ লাখ ভারতীয় জাল রুপিসহ জালিয়াত চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের গুলশান বিভাগ। গ্রেফতাররা হলেন—ফাতেমা আক্তার অপি ও শেখ মো. আবু তালেব।

শুক্রবার দিনগত রাতে রাজধানীর খিলক্ষেত ও ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, খিলক্ষেতের বনরূপা আবাসিক এলাকার মেইন গেইটের সামনে একজন নারী ভারতীয় জাল রুপিসহ অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতেমা আক্তার অপিকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন