News71.com
 Bangladesh
 15 Jan 22, 11:18 PM
 128           
 0
 15 Jan 22, 11:18 PM

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনের যাত্রা॥  

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনের যাত্রা॥   

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের স্যানিটাইজ করে ও অর্ধেক যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়েছে রেল। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় সোনার বাংলা ঢাকার উদ্দেশ্য ও ৫ টা ১৫ মিনিটে মেঘনা এক্সপ্রেস চাঁদপুরের উদ্দেশ্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। জানা যায়, দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে রেলে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের ঘোষণা দেয় সরকার। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ট্রেন। বুধবার থেকে ট্রেনের মোট আসনের অর্ধেক টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। অর্ধেক আসনের মধ্যে ২৫ শতাংশ টিকেট অনলাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে বলে জানায় রেলওয়ের কর্তৃপক্ষ।

করোনভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোগে নতুন বিধিনিষেধের কারণে এসময় আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকেট ও প্ল্যাটফর্ম টিকেট ইস্যুও বন্ধ থাকবে। চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার জাফর আলম বলেন, করোনা ভাইরাসের বিস্তাররোধে সার্বিক কার্যক্রম ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমরা যাত্রীদের সুরক্ষায় স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন যাত্রা শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন