News71.com
 Bangladesh
 17 Jan 22, 11:42 AM
 125           
 0
 17 Jan 22, 11:42 AM

রাজশাহীতে একদিনে তাপমাত্রা কমলো ৩ ডিগ্রি॥  

রাজশাহীতে একদিনে তাপমাত্রা কমলো ৩ ডিগ্রি॥   

 

নিউজ ডেস্কঃ রাজশাহীতে শনিবার (১৫ জানুয়ারি) দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার (১৬ জানুয়ারি) রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আর মাঘের শুরুতে হঠাৎ করে তাই বাড়ছে শীতের দাপট। হু হু করে দিনভরই বয়ে চলেছে ঠাণ্ডা বাতাস। হাড় কাঁপানো এই শীতে কাবু হয়ে পড়েছে রাজশাহী অঞ্চলের মানুষ। রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকেই রাজশাহীতে মাথায় উলের টুপি, গলায় মাফলার আর শরীরে গরম কাপড় জড়ানো ছাড়া বাইরে বের হতে পারছেন না কেউ। সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও ঠাণ্ডা বাতাসের দাপটে দুর্ভোগে পড়েছেন সবাই। মাঘের এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভাসমান ও ছিন্নমূল মানুষ কাতর হয়ে পড়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা এএসএম গাউসুজ্জামান বাংলানিউজকে বলেন, কয়েক দিন থেকেই তাপমাত্রা নামছে। রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার (১৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার (১৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার (১৬ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন