News71.com
 Bangladesh
 17 Jan 22, 10:01 PM
 102           
 0
 17 Jan 22, 10:01 PM

বকেয়া বেতনের দাবিতে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ॥  

বকেয়া বেতনের দাবিতে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ॥   

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে যানজট সৃষ্টি হয়। যানজট সৃষ্টির ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। জানা যায়, কাঁচপুর বিসিক শিল্প নগরী এলাকায় মার্কারি নিট ওয়্যার প্রাইভেট লিমিটেড নামের একটি গার্মেন্টেস শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বিভিন্ন সময়ে তাদের পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও বেতন পরিশোধ করছে না। বেতন পরিশোধ নিয়ে মালিক পক্ষ টালবাহানা শুরু করে। আজ গসোমবার তাদের পাওনা পরিশোধের শেষ দিন ছিল। শ্রমিকরা গার্মেন্টেসে এসে জানতে পারেন মালিকপক্ষ বেতন পরিশোধ না করার জন্য টালবাহানা শুরু করেছেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে গার্মেন্টের অভ্যন্তরে প্রায় ৪ শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে গার্মেন্ট থেকে বের হয়ে মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিক বিক্ষোভের ফলে মহাড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন