News71.com
 Bangladesh
 22 Jan 22, 10:57 PM
 428           
 0
 22 Jan 22, 10:57 PM

রাজশাহী বিভাগে করোনা সংক্রমণ বাড়ছেই।। আজও ২ জনের মৃত্যু 

রাজশাহী বিভাগে করোনা সংক্রমণ বাড়ছেই।। আজও ২ জনের মৃত্যু 

নিউজ ডেস্কঃ রাজশাহী বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৫৩ জনে দাঁড়িয়েছে।  এছাড়া করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তারা দুইজনই রাজশাহী জেলার অধিবাসী। এখন স্বাস্থ্য অধিদপ্তরের রেড জোনে (অতি ঝুঁকিপূর্ণ) থাকা এই রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার ২৮ দশমিক ৭১ শতাংশ। 

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। তাদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তারা রাজশাহী জেলার বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তাদের অবস্থার অবনতি ঘটে। পরে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনেই তাদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে বলেও জানান পরিচালক।   তিনি আরও জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে থাকা ১০৪ শয্যার বিপরীতে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৪৩ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রাজশাহীর ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার একজন এবং জয়পুরহাটের ৩ জন রোগী রয়েছেন। এর মধ্যে আবার করোনা পজিটিভ রোগী রয়েছেন ৩০ জন। করোনা উপসর্গে ভুগছেন এমন রোগী রয়েছেন ৭ জন। এছাড়া করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি রয়েছেন আরও ৬ জন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন