নিউজ ডেস্কঃ রাজশাহীতে রোববার (২৩ জানুয়ারি) সারা দিনই সূর্যের দেখা মেলেনি। দিনভর মেঘমেদুর আবহাওয়া আর থেমে বৃষ্টি বাড়িয়েছে শীতের দাপট। তাই রোববার গত দুই দিনের তুলনায় তাপমাত্রা বাড়লেও শীতের দাপট কমেনি, বরং বেড়েছে। আর বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রাও চরমভাবে ব্যাহত হচ্ছে।
এরপরও শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে তাদের পেশাগত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দুপুরের পর থেকেই সড়কে যানবাহন চলাচল কমে আসে। তাই বিকেলের পর প্রধান প্রধান সড়ক অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত দুই দিনের তুলনায় রাজশাহীর তাপমাত্রা রোববার অনেকটাই বেড়েছে। কিন্তু মেঘলা আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তার কোনো প্রভাব পড়েনি। উল্টো বৃষ্টির কারণে শীতের অনুভব বেড়েছে। তবে বৃষ্টিপাতের আগে ও বৃষ্টিপাতের সময় তাপমাত্রা বাড়লেও বৃষ্টিপাতের পরে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকে। তাই বৃষ্টির পর তাপমাত্রা আবার কমে যেতে পারে।