নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনের সামনে গিয়ে পথসভা করে।
সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহিমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী তানজিল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তোফায়েল আহমদ।