News71.com
 Bangladesh
 09 May 22, 11:19 AM
 442           
 0
 09 May 22, 11:19 AM

সিলেটে আরও ৩টি খেলার মাঠ হবে।। পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে আরও ৩টি খেলার মাঠ হবে।। পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ সিলেটে আরও ৩টি খেলার মাঠ করার জন্য মেয়রকে উদ্যোগ নিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সিলেট নগরে খেলাধুলার কোনো মাঠ নেই। তাই কমপক্ষে সিলেটে আরও তিনটি মাঠের প্রয়োজন। সুরমার ওপারে দক্ষিণ সুরমায় আরও ৩টি মাঠ করতে মেয়রকে তাগিদ দিয়েছি। রোববার (৮ এপ্রিল) বিকেলে জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা জাতীয় দলে খেলেন, তাদের বেশির ভাগই মফস্বল থেকে উঠে আসা, মফস্বলের ছেলে-মেয়েরা খুব ভালো খেলে।

ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন খেলাধুলা নিয়ে কোনো চিন্তা নেই। মফস্বলের ছেলে-মেয়েদের খেলাধুলার উন্নয়নে যা কিছু করা দরকার তা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন