News71.com
 Bangladesh
 21 May 22, 06:17 PM
 891           
 0
 21 May 22, 06:17 PM

পিরোজপুরে ৫ মিটিটের ঘূর্নিঝড়ে বিনষ্ট শতাধিক গাছ-কাঁচা ঘর।।

পিরোজপুরে ৫ মিটিটের ঘূর্নিঝড়ে বিনষ্ট শতাধিক গাছ-কাঁচা ঘর।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুরে মাত্র পাঁচ মিনিটের ঘূর্নিঝড়ে উপড়ে গেছে শতাধিক গাছপালা, ভেঙেছে অর্ধশত কাঁচা ঘর। শনিবার (২১ মে) সকাল ৮টার দিকে শুরু হয়ে ঘূর্নিঝড়টি প্রায় ৫-৬ মিনিট স্থায়ী হয়। এ ঝড়ের তাণ্ডবে উপজেলার রুহিতলা বুনিয়া, শাঁখারীকাঠী, চিথলিয়া, ছোট বুইচাকাঠী, কাঁঠালিয়া, দীর্ঘাসহ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশত কাঁচা ঘর ভেঙে গেছে। কোথাও কোথাও উড়ে গেছে ঘরের চালার টিন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে ও খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার রুহিতলা বুনিয়া গ্রামের আলাউদ্দিন হাওলাদার জানান, ঝড়ে তার বাড়িতে একটি চাম্বল গাছ উপড়ে পড়ে বসতঘর ভেঙে গেছে। এখন তার থাকার কোনো উপায় নেই। উপজেলার চিথলিয়া গ্রামের এবাদুল হাওলাদার জানান, গাছ পড়ে তার বসতঘর ভেঙে গেছে। উপজেলার শাঁখারীকাঠী গ্রামের মিজান মল্লিক জানান, ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া, কলা, পেঁপে, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস সূত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন