News71.com
 Bangladesh
 20 Jun 22, 02:35 PM
 1035           
 0
 20 Jun 22, 02:35 PM

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ধস।।

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ধস।।

নিউজ ডেস্কঃ টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটা পাহাড় সড়কের কিছু অংশে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সড়কেও কিছু জায়গায় পাহাড় ধসে পড়েছে। রোববার (১৯ জুন) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।

 পাহাড়ধসের ঘটনায় নিরাপত্তার স্বার্থে চবির কাটা পাহাড় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, আমরা এখন পর্যন্ত দুই জায়গায় পাহাড়ধসের খবর পেয়েছি৷ টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে নিচে পড়ছে। আগামীকাল সতর্কতামূলক মাইকিং করা হবে৷ বিশ্ববিদ্যালয়ের কলোনিগুলো বেশিরভাগ পাহাড়ের পাশে অবস্থিত। সেদিকে লক্ষ্য রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন