News71.com
 Bangladesh
 25 Jun 22, 11:17 AM
 1125           
 0
 25 Jun 22, 11:17 AM

বিপৎসীমার নিচে নামলো যমুনার পানি।।

বিপৎসীমার নিচে নামলো যমুনার পানি।।

নিউজ ডেস্কঃ এক সপ্তাহ পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২৫ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩০ মিটার। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার কম (বিপৎসীমা ১৩.৩৫ মিটার)। অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২২ মিটার। গত ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৫.২৫ মিটার)। চলতি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে এ নদীর পানি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, যমুনায় পানি কমতে শুরু করেছে। ইতোমধ্যে বিপৎসীমার নিচে নেমে গেছে। কমছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। আগামী এক সপ্তাহে পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন