News71.com
 Bangladesh
 25 Jun 22, 09:03 PM
 1199           
 0
 25 Jun 22, 09:03 PM

পদ্মা সেতু দেখতে মাওয়া প্রান্তে উৎসুক জনতার ভিড়।।

পদ্মা সেতু দেখতে মাওয়া প্রান্তে উৎসুক জনতার ভিড়।।

নিউজ ডেস্কঃ সকাল থেকেই পদ্মা পাড়ে সেতু উদ্বোধন দেখতে হাজারো মানুষের ভিড় লেগেছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, ভিড় কমছে না। স্বপ্নের পদ্মা সেতু দেখতে মাওয়া প্রান্তে ভিড় করে আছেন উৎসুক জনতা। তাদের মধ্যে আছেন তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ। কাছে যেতে না পারলেও নয়নভরে একবার খরস্রোতার বুক চিড়ে গড়ে ওঠা স্বপ্ন সাঁকোটিকে দেখতে ভিড় জমিয়েছেন তারা। শনিবার (২৩ জুন) বিকেলেও দর্শনার্থীরা আসেন পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। বিকেল ৪টার পর থেকে পদ্মা সেতুর টোল চত্বর ঘুরে হাজারো দর্শনার্থী দেখা যায়। কেউ এসেছেন গাড়ি নিয়ে; কেউ অটোরিকশায়; কেউবা মোটরসাইকেলে। অনেকেই আবার পায়ে হেঁটে মাওয়া প্রান্তে এসেছেন স্বপ্নের সেতু দেখতে। তবে উৎসুক এসব মানুষকে এখনই সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে কিছুটা অসন্তোষের কথাও জানিয়েছেন তারা।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন। ঢাকা প্রান্ত থেকে সেতু উদ্বোধনের পর বিকেলের দিকে সাধারণ জনগণ সেতু দেখতে আসতে শুরু করেন। মাওয়া ও আশপাশের এলাকা থেকে তো লোকজন এসেছেনই, গিয়েছেন রাজধানী থেকেও। মো. আশরাফ আলী নামে এক দর্শনার্থী বলেন, সেতু উদ্বোধন হয়েছে তাই দেখতে আসলাম। কিন্তু সেতুর কাছে যেতেই দিচ্ছে না। আমরা দেখেছি, অনেকেই সেতুতে উঠেছেন। কিন্তু এখন খুব কড়াকড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন