News71.com
 Bangladesh
 26 Jun 22, 07:14 PM
 989           
 0
 26 Jun 22, 07:14 PM

মাদকাসক্ত নিয়ন্ত্রণে চলবে ব্যাপক ডোপ টেস্ট।।স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকাসক্ত নিয়ন্ত্রণে চলবে ব্যাপক ডোপ টেস্ট।।স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের যুব সমাজ ও তাদের মেধা টিকিয়ে রাখতে গুরুত্ব সহকারে ব্যাপকভাবে ডোপ টেস্ট চালুর কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৬ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার-বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে একটি আলোচনা সভায় যোগ দেন মন্ত্রী। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কথাটি বলেন তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আলোচনা সভাটি আয়োজিত হয়। সভার পর পুরস্কার বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ব্যাপকভাবে ডোপ টেস্ট করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সে কর্মসূচি আমরা শুরু করবো। আমরা আগে মাদকাসক্ত শনাক্ত করবো পরে সে অনুযায়ী ব্যবস্থা নেব। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকাসক্ত মুক্ত করবো।মাদকের চোরাচালান ও অপব্যবহার বর্তমান বিশ্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিশ্বের উন্নত-অনুন্নত সব দেশই আজ এ সমস্যায় আক্রান্ত। আমাদের দেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিকভাবে বিশ্বের প্রধান দুটি মাদক উৎপাদনকারী বলয়ে অবস্থিত। ফলে হওয়ায় এটি মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে দেশের উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে যুব সমাজের একটি অংশ মেধা ও কর্মশক্তি হারিয়ে ফেলে পরিবার ও সমাজের বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন