News71.com
 Bangladesh
 22 Sep 22, 11:11 PM
 107           
 0
 22 Sep 22, 11:11 PM

এনআইডিতে মুখমণ্ডল শনাক্তকরণ ব্যবস্থা যুক্ত করার সুপারিশ।।

এনআইডিতে মুখমণ্ডল শনাক্তকরণ ব্যবস্থা যুক্ত করার সুপারিশ।।

নিউজ ডেস্কঃ মানুষের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে অধিকতর সঠিকতা নিরুপণে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ফেস রিকগনিশন (মুখমণ্ডল সনাক্তকরণ) ব্যবস্থা ও ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) তথ্য যুক্ত করার জন্য সুপারিশ এসেছে বিভিন্ন সেবাগ্রহীতার কাছ থেকে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে এসব ছাড়াও একগুচ্ছ সুপারিশ ওঠে এসেছে।  নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জাতীয় পরিচিতি যাচাই সেবা, সেবার প্রকৃতি, সমস্যা ও উত্তরনের উপায়’ শীর্ষক সেমিনারে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর, আইডিইএ প্রকল্প পরিচালক আবুল কাশেম মো. ফজলুল কাদের উপস্থিত ছিলেন। আইডিইএ-২ প্রকল্পের কমিউনিকেশন পরামর্শক (জুনিয়র) মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ, র‌্যাব, পাসপোর্ট অধিদফতর, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, গ্রামীণফোন, টেলিটক, মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানি, টাইগার আইটি ও ইন্টার ক্লাউডের একজন করে প্রতিনিধিসহ ইসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন