News71.com
 Bangladesh
 24 Sep 22, 11:54 PM
 1115           
 0
 24 Sep 22, 11:54 PM

গণমাধ্যমের অবস্থা হুইলচেয়ারের মতো।। গয়েশ্বর

গণমাধ্যমের অবস্থা হুইলচেয়ারের মতো।। গয়েশ্বর

নিউজ ডেস্কঃ গণমাধ্যমের অবস্থা হুইলচেয়ারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে আড়াল থেকে ভয় দেখানো কোনো সভ্য দেশে বা কোনো স্বাধীন রাষ্ট্রে কখনোই সম্ভব না। গণমাধ্যম ও গণতন্ত্র একে অন্যের পরিপূরক। এখন কোনোটিই তো নেই! কোনটা কার পরিপূরক? দুটোই দুঃখ-দুর্দশায় কাঁধে হাত দেওয়া হুইলচেয়ারে চলতে পারে। কারণ, গণমাধ্যমের দুর্দশা, আর গণতন্ত্র তো নাই-ই।শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হো‌সেন হ‌লে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন গয়েশ্বর। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, গণমাধ্যম ও গণতন্ত্র একে অন্যের পরিপূরক হবে কী করে? কোনোটিই তো সবল নেই। যদি গণমাধ্যম সফল হয় তাহলে গণতন্ত্র দুর্বল হতে পারে না। আর সত্যিকারের গণতন্ত্র থাকলে গণমাধ্যমের দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। এর মূল কারণ একটা ফ্যাসিবাদী সরকার সেটা নয়, একটা সম্পদ লুণ্ঠনকারী সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন