News71.com
 Bangladesh
 29 Sep 22, 04:32 PM
 165           
 0
 29 Sep 22, 04:32 PM

শেখ হাসিনার জন্মদিনে মোদী - মমতা

শেখ হাসিনার জন্মদিনে মোদী -  মমতা
নিউজ ডেস্কঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ ক‌রেন। এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হচ্ছে।
 
বঙ্গবন্ধুকন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দিনটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টম্বর) সন্ধ্যায় কলকাতাস্থি বাংলাদেশ উপদুতাবাসে পাঠানো হয় ফুল এবং কলকাতার ঐতিহ্যশালী মিষ্টি। সেই সাথে প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এক বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।  উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হবে বাংলাদেশে।মমতার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক দিদি-বোনের মতো তা, বাংলার প্রতিটা মানুষ জানেন। সে কারণে বোন মমতার প্রতি শেখ হাসিনার আন্তরিক ভালোবাসাটাও অন্যরকম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের আমসহ বিভিন্ন সময়ে উপহার পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি ভারত সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই সফরে নয়াদিল্লি, মুখ্যমন্ত্রী মমতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। ৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে কলকাতার নেতাজী ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, পূজার সময় আমি শেখ হাসিনাকে চিঠি দিই। উনি আমাকে শাড়ি পাঠান। আমিও ঈদের সময় পাঠাই। উনি আম, ইলিশ পাঠায়। আমরাও যতটা পারি করি।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন