News71.com
 Business
 27 Mar 17, 04:53 PM
 972           
 0
 27 Mar 17, 04:53 PM

চলতি সপ্তাহেও পুজি বাজারে লেনদেনে ব্যাংকের প্রাধান্য

চলতি সপ্তাহেও পুজি বাজারে লেনদেনে ব্যাংকের প্রাধান্য

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে গত কয়েক সপ্তাহ ধরেই ব্যাংক খাতের প্রাধান্য রয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সদ্য বিদায়ী সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রাধান্য দেখা গেছে ব্যাংক খাতের কোম্পানিগুলোর। লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে পাঁচটিই হচ্ছে ব্যাংক খাতের। একই অবস্থা থাকতে পারে আজ সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া সপ্তাহে। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা ব্যাংক খাতের দিকেই ঝুঁকছেন বেশি। যার ফলে এ খাতের লেনদেনও বেশি হচ্ছে।

এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, সিটি ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গত সপ্তাহের লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল। ডিএসইর তথ্য মতে, সিটি ব্যাংক ৮ দশমিক ৩৩ শতাংশ লেনদেন বেড়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটি ৫ কোটি ৫ লাখ ২১ হাজার ৩৭১ টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ছিল ১৯৩ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯১ লাখ ১ হাজার ৪৬২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ছিল ১৭৯ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার টাকা।

তালিকায় থাকা ব্যাংকগুলোর মধ্যে এর পরেই উঠে এসেছে আইএফআইসি ব্যাংকের নাম, যার লেনদেন বেড়েছে ১২ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ছিল ১৩৭ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকা।

ন্যাশনাল ব্যাংক ৮ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৬১৩টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১৩১ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকা ও ইসলামী ব্যাংক ২ কোটি ৭৯ লাখ ৩১ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১২২ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন