News71.com
 Business
 13 Jan 16, 09:49 AM
 1480           
 0
 13 Jan 16, 09:49 AM

সফররত জাপানি প্রতিনিধি দলের সাথে বায়রা নেতার বৈঠক

সফররত জাপানি প্রতিনিধি দলের সাথে বায়রা নেতার বৈঠক
নিউজ ডেস্ক :বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানীর লক্ষ্যে জাপান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন রাজধানী ঢাকায়। গত সোমবার প্রতিনিধি দলটি তাদের নিয়মিত রুটিন অনুযায়ী বাংলাদেশের স্বনামধন্য জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান সাদমান ইন্টারন্যাশনালের কার্যালয়ে আসেন। প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও বায়রার নির্বাহী কমিটি সদস্য মোবারক হোসেন বাবুল দলটিকে স্বাগত জানান। প্রতিনিধি দলে জাপান সরকারের পক্ষ থেকে উপস্হিত ছিলেন জাপানের মন্ত্রিপরিষদ বিভাগের সহকারী প্রধান সচিবের কার্যালয়ের কর্মকর্তা মি: হিদেতোশি ওগাওয়া, মি: শুনজি কুচিরা, অর্থনৈতিক বিভাগের উকি হিরোতনি উননয়ন বিভাগের তাকাউকি কাউয়াকামি।ূ বৈঠকে উপস্হিত উভয়পক্ষ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, বাংলাদেশ ও জাপানের প্রচলিত আইন ও করনীয় সম্পর্কে আলোচনা করেন।সমস্ত আলোচনায় দোভাষীর দায়িত্য পালন করেন মি জুবায়ের রনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন