News71.com
 Business
 23 May 17, 01:54 PM
 1522           
 0
 23 May 17, 01:54 PM

রমজানে গরুর মাংসের দাম নির্ধারিত হয়েছে ৪৭৫ টাকা।।  

রমজানে গরুর মাংসের দাম নির্ধারিত হয়েছে ৪৭৫ টাকা।।   

নিউজ ডেস্কঃ রমজানে প্রতি কেজি গরুর মাংসের দাম ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএসসিসির ব্যাংক ফ্লোর সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীরা এসময় তিনটি প্রস্তাব দেন। পরে মেয়র বলেন,আপনাদের প্রস্তাব অনুযায়ী মাতুয়াইল,যাত্রাবাড়ী অথবা কামরাঙ্গীরচরে গরুর হাট করা হবে। এ ঘোষণার পরপরই মাংস ব্যবসায়ীরা করতালির মাধ্যমে মেয়রকে স্বাগত জানান।

মেয়র আরো বলেন,আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে বসছি যেন কোনো ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারেন। এমনটি যদি কেউ করেন তাহলে সেখানে ডিএসসিসি হস্তক্ষেপ করবে। প্রতি বছরের মতো রমজানের পবিত্রতা রক্ষায় নাগরিকরা যেন সুন্দরভাবে,শান্তিপূর্ণভাবে রোজা পালন করতে পারেন সেজন্য ডিএসসিসি মাংসের দাম নির্ধারণ করে থাকে বলেও উল্লেখ করেন মেয়র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন