News71.com
 Business
 20 Apr 16, 11:54 AM
 1130           
 0
 20 Apr 16, 11:54 AM

ইসলামী ব্যাংকের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ।।

ইসলামী ব্যাংকের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ।।

নিউজ ডেস্কঃ শেয়ারহোল্ডারদের জন্য ইসলামী ব্যাংক ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১শে ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে এ লভ্যাংশের সুপারিশ করেছে।


ডিএসই সূত্রে দেখা যায়, ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ই মে। তবে সভার ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১.৯৬ টাকা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৯.৩৭ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৮.৮৪ টাকা। আগের বছর ইসলামী ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ১৯৮৫ সালে ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন